আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ

আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ
আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ

পূর্ব জেরুজালেম শহরে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থাপনা আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইসারয়েল। আজ মঙ্গলবার লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা জানায়, মঙ্গলবার বিকেল থেকে হঠাৎ করে মসজিদটির সব গেট বন্ধ করে দেয়  ইসরায়েলি পুলিশ। এর আগে সকাল থেকেই মুসল্লিদের মসজিদটিতে প্রবেশে বাধা দিচ্ছিল ইসরায়েলি পুলিশ। 

আল-আকসা মসজিদকে ট্যাম্পল মাউন্ট হিসেবে অভিহিত করে থাকে ইহুদিরা। তাদের আইনেও বলা আছে যে, মসজিদটির পবিত্রতা রক্ষার কথা বিবেচনায় রেখে আল-আকসা মসজিদে ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন রকেট হামলা চালায় হামাস। ওই হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। এরপর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।  এখনও হামাসের হাতে আটক রয়েছে ২২০ ইসরায়েলি।  হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলায় গত কয়েকদিন ধরে আল-আকসা মসজিদ নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।