গাজায় যুদ্ধ বিরতি চায় না যুক্তরাষ্ট্র: মিলার

গাজায় যুদ্ধ বিরতি চায় না যুক্তরাষ্ট্র: মিলার
গাজায় যুদ্ধ বিরতি চায় না যুক্তরাষ্ট্র: মিলার

গাজায় ইসরায়েল যুদ্ধ বিরতি কার্যকর করলে তার সুযোগ নেবে হামাস। তাই গাজায় যুদ্ধ বিরতি চায় না যুক্তরাষ্ট্র। সোমবার (২৩ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা জানান। 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিলার বলেন, গাজায় যুদ্ধবিরতির দিলে হামাস ফের শক্তিশালী হয়ে উঠবে। ফলে ইসরায়েল আবারও সন্ত্রাসী হামলা শিকার হতে পারে। 

ম্যাথিউ মিলার বলেন, ইসরায়েল তার সীমান্তে অব্যাহত সন্ত্রাসী হামলার হুমকির মুখে রয়েছে। এমন পরিস্থিতি দেশটির জন্য অসহনীয়। 

এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল গতকাল বলেন, ইইউ নেতারা মানবিক সহায়তার জন্য যুদ্ধবিরতির আহ্বানকে সমর্থন করবেন।

লুক্সেমবার্গে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনার পর জোসেপ বোরেল বলেন, ‘আমি বিশ্বাস করি যে মানবিক সাহায্যের সুবিধার্থে একটি মানবিক বিরতির ধারণা নেতারা সমর্থন করবেন। তেমন একটি বিরতি বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় খুঁজে পেতে সাহায্য করবে।’

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এর পর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই সংঘাত মধ্যপ্রাচ্যেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে ইসরায়েলের হামলায় ৪৩৬ জন নিহত হয়েছে। এর মধ্য দিয়ে গত ১৭ দিনে গাজায় নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৮৭। সূত্র: এনডিটিভি