গাজা যুদ্ধ স্থায়ী হতে পারে কয়েক মাস

গাজা যুদ্ধ স্থায়ী হতে পারে কয়েক মাস
গাজা যুদ্ধ স্থায়ী হতে পারে কয়েক মাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার জেরে গাজায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকায় সৃষ্টি হয়েছে যুদ্ধাবস্থা। এই যুদ্ধ আরও কয়েক মাস স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইওভ গ্যালান্ট জানান, এই যুদ্ধ একমাস, দুই মাস কিংবা তিন মাস ধরেও চলতে পারে। যুদ্ধ শেষে হামাসের কোনো অস্তিত্ব থাকবে না। একটি বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এমন মন্তব্য করেন। 

এদিকে হামাস–ইসরায়েল যুদ্ধের মধ্যে সংঘাতে জড়িয়েছে লেবানন। গত কয়েকদিন ধরে সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহকে সতর্ক করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ মুখপাত্র জোনাথন কনরিকাস বলেন,‘হিজবুল্লাহ খুবই বিপজ্জনক খেলা খেলছে। লেবাননকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাওয়ার ঝুঁকি সৃষ্টি করছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিনই হামলা চালানো হচ্ছে। বিপদ বাড়াচ্ছে হিজবুল্লাহ। ’

অন্যদিকে ইসরায়েল থেকে ছোড়া একটি কামানের গোলা মিশরের একটি ঘাঁটিতে আঘাত হেনেছে। গতকাল রোববার গাজা সীমান্তের কেরেম শালমের ওই ঘাঁটিতে আঘাত হানে গোলা। তবে এটি ভুলক্রমে সেখানে পড়েছে বলে জানায় ইসরায়েল।