গাজায় নিহত ফিলিস্তিনিদের জন্য সংসদে শোক 

গাজায় নিহত ফিলিস্তিনিদের জন্য সংসদে শোক 
গাজায় নিহত ফিলিস্তিনিদের জন্য সংসদে শোক 

নিজস্ব প্রতিবেদক : গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য জাতীয় সংসদে শোক জানানো হয়েছে। রোববার একাদশ সংসদের ২৫তম অধিবেশনের শুরুতেই শোক জানান জাতীয় সংসদ স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এছাড়াও কয়েকজন সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়।

স্পিকার বলেন, একাদশ জাতীয় সংসদের ২৭৬ লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ, কে, এম, শাহজাহান কামালকে হারিয়েছি। এছাড়া সংসদের ১১১ পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান মিয়াকে হারিয়েছি। সংসদের ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মো. আবদুস সাত্তার ভূঞাকে হারিয়েছি। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

এছাড়া একুশে পদকপ্রাপ্ত কবি, সাহিত্যিক, সাংবাদিক ও আবৃত্তিকার আসাদ চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বোন ফেরদৌস আরা পাখি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজের মাতা মহান মুক্তিযুদ্ধে পৃষ্ঠপোষকতাকারী আক্তার নেসা এবং বীর মুক্তিযোদ্ধা ওয়ারেন্ট অফিসার (অব.) মো. হারুন-উর-রশীদের মৃত্যুতে সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাজাহান কামাল, মোহাম্মদ শাজাহান মিয়া ও আব্দুস সাত্তার ভূঁইয়ার মৃত্যুতে প্রথমদিন শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন মূলতবি করা হয়। শোক প্রস্তাবের আলোচনায় অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি ও বিরোধী দলের সদস্যরা। এসময় সংসদ নেতা বলেন, রাজনীতিবিদের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি মানুষের সেবা করার সুযোগ পাওয়া। দেশের উন্নয়নের জন্য সদ্য প্রয়াত সংসদ সদস্যরা অনেক অবদান রেখে গেছেন। 

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকেই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই আমাদের এই পার্লামেন্টের যথেষ্ট অবদান রয়েছে। এটাই মনে হয় পার্লামেন্টে এই আমলে শেষ অধিবেশন। এই অধিবেশনটা শুরু করতে হলো আমাদের কয়েকজন সংসদ সদস্যের মৃত্যুর সংবাদ দিয়ে। এটাই সবচেয়ে দুঃখজনক।’

এর ওপর আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর উত্থাপিত এই প্রস্তাব পরে সর্বসম্মতিতে গৃহীত হয়।

এ সময় মৃত্যুবরণ করা সংসদ সদ্যসদের আত্মার মাগফিরাত কামনা করে শেখ হসিনা বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁরা সবাই বিশেষ অবদান রেখেছেন।’

সংসদে এ সময় অন্যদের মধ্যে আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, আ স ম ফিরোজ, নূর ‍উদ্দিন নয়ন, আনোয়ার হোসেন খান, মুহিবুর রহমান, কাজী কানিজ সুলতানা, মসিউর রহমান রাঙা, পীর ফজলুর রহমান বক্তব্য রাখেন।

এর আগে বিকেল ৩টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।