বাংলাদেশ থেকে উড়ে গেলেন লেগস্পিনার

বাংলাদেশ থেকে উড়ে গেলেন লেগস্পিনার
বাংলাদেশ থেকে উড়ে গেলেন লেগস্পিনার

স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপে বাংলাদেশই ব্যতিক্রম। বাকি সব দলেই এক বা একধিক লেগ স্পিনার আছে। কারও তো ডান হাতি ও বাঁহাতি দুই ধরনের লেগ স্পিনারই আছে। সেখানে বাংলাদেশের সম্বল দুজন বাঁহাতি স্পিনার ও দুজন অফ স্পিনার।

এতে একদিকে বোলিং বৈচিত্র্যে বাংলাদেশ যেমন পিছিয়ে আছে, তেমনি প্রস্তুতিতেও ঘাটতি পড়ছে দলে। এর মধ্যেই চার ম্যাচ পেরিয়ে যাওয়ার পর গতকাল বাংলাদেশ থেকে উড়িয়ে নেওয়া হলো অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকীকে।

লেগ স্পিনের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের স্বচ্ছন্দ করার চেষ্টা বেশ আগ থেকেই শুরু হয়েছে। এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে গত আগস্টেই ভারত থেকে আনা হয়েছিল বাঁহাতি লেগ স্পিনার কারাপক জিয়াসকে। কেরালার এই স্পিনার একবার আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসে ডাক পেলেও কোনো ম্যাচ খেলেননি।

গত ওয়ানডে বিশ্বকাপেও একবার আলোচনায় এসেছিলেন জিয়াস। যুজবেন্দ্র চাহালকে ভালোভাবে খেলার আশায় কেরালার রিস্ট স্পিনারকে ইংল্যান্ডে নিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। স্পিন কোচ শ্রীধরন শ্রীরামের অধীনে দিল্লিতে অনুশীলন করেছিলেন বলে এই সুযোগ মিলেছিল তাদের। সেই শ্রীরাম আবার বিশ্বকাপ উপলক্ষ্যে বাংলাদেশ দলের কোচিং প্যানেলে। গত টি-টোয়েন্টি এশিয়া কাপ ও বিশ্বকাপ উপলক্ষ্যেও বাংলাদেশ দলের অনুশীলনে ছিলেন জিয়াস।

শুধু জিয়াস নয়, অনুশীলনে স্থানীয় বোলারদেরও ব্যবহার করার পক্ষে কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দেশে অনেক তরুণ লেগ স্পিনারই নেটে হাত ঘুরিয়েছেন। এর মধ্যে ওয়াসি সিদ্দিকীকে শুরু থেকেই বিশ্বকাপে দলের সঙ্গে চেয়েছিলেন। তবে ওয়াসিকে পাননি, দলের ম্যানেজার বলেছেন, ভিসা জটিলতায় ওয়াসিকে পেতে এত অপেক্ষা করতে হয়েছে।ওয়াসি আজ থেকেই নেটে বল করবেন মুশফিক-লিটনদের। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা এই লেগস্পিনারকে বেশ আগেই মনে ধরেছিল হাতুরুসিংহের।